মেসেজঃ
আসসালামু আলাইকুম,
সম্মানিত গ্রাহক প্রতিদিন আমাদের ওয়েবসাইটে হাজার হাজার অর্ডার রিকোয়েস্ট আছে এর মধ্যে সবার অর্ডারগুলো প্রসেস করা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়।
কিছু পণ্য এমন রয়েছে যেগুলো ১ পিস বাংলাদেশে আনা সম্ভব নয়।
অথবা কিছু নিষিদ্ধ আইটেম রয়েছে যেমন :
১৮+ কোন প্রোডাক্ট হলে।
কোন পণ্যের মূল্য ১০০০ টাকা এর নিচে এমন কোন প্রোডাক্ট দিয়ে অর্ডার রিকোয়েস্ট করলে।
অ্যালকোহল জাতীয় কোন পণ্য হলে।
৩০০ গ্রামের নিচের সাইজের ড্রোন।
গোল্ড, ওয়াকিটকি, মিনি হিডেন ক্যামেরা, হাতকড়া, বন্দুক, অথবা কোন সামরিক ফোর্সের পোশাক, এ ধরনের কোন পণ্য অর্ডার রিকোয়েস্ট করলে কোন সময় রেসপন্স করা হবে না।
এই ধরনের অন্যগুলো দিয়ে অর্ডার রিকোয়েস্ট করলে কোন সময় রেসপন্স করা হবে না।
পণ্য সাধারনত তিন উপায়ে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হয়:
১. হ্যান্ড কেরি – পণ্য সাধারনত ওয়্যারহাউজে পৌঁছানোর পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে চলে আসে সর্বনিম্ন শিপমেন্ট চার্জ ১৪৫০ টাকা।
২. বাই এয়ার শিপমেন্ট –পণ্য সাধারণত ৮ দিনের মধ্যেই বাংলাদেশে চলে আসে সর্বনিম্ন শিপমেন্ট চার্জ ৮৫০ টাকা থেকে শুরু।
৩. বাই সি শিপমেন্ট – পণ্য সাধারনত ৩৫ দিনের মধ্যেই বাংলাদেশে চলে আসে সর্বনিম্ন শিপমেন্ট জার্স ২৫০ টাকা থেকে ৪০০ টাকা পর্যন্ত।
এছাড়া কিছু ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট রয়েছে যেগুলোর ওজন অতিরিক্ত বেশি কিন্তু সে তুলনায় কন্টেইনারে সিবিএম বা জায়গা নেয় না,
এই ধরনের পণ্যগুলোর জন্য সরাসরি আমাদের এক্সিকিউটিভ এর সঙ্গে কন্টাক্ট করুন।
* আপনার পণ্য যদি কমপ্লেক্স হয় তাহলে আমাদের চাইনিজ ওয়ার হাউস ম্যানেজারকে একটি রিকুয়েস্ট করে রাখতে পারেন আপনার পণ্য আমাদের পৌঁছানোর পর আপনার পণ্যের কোয়ালিটি ঠিক আছে কিনা উনি টেস্ট করে দেখবেন।
* চাইনিজদের পেমেন্ট করলে কি সস্ক্যাম এর শিকার হওয়ার কোন সম্ভাবনা আছে?
• ১. আপনি যদি চাইনিজ প্ল্যাটফর্ম যেমন,আলীএক্সপ্রেস,আলিবাবা,টাওবাও,টিমু,টিমল,1688
এই প্ল্যাটফর্মগুলো থেকে প্রোডাক্ট কিনলে আপনার টাকা স্মক হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ আপনার পেমেন্টের পর এই প্ল্যাটফর্মগুলো পেমেন্ট সাপ্লাইয়ারদের হোল্ড করে রাখে আপনার কনফার্মেশন এর পরই সাপ্লায়ার তার একাউন্টে পেমেন্ট পাবে।
কিন্তু আপনি যদি সরাসরি কোন সাপ্লায়ারের আলি পে উইচ্যাট অ্যাকাউন্ট অথবা চাইনিজ ব্যাংক অ্যাকাউন্ট এ পেমেন্ট করেন তাহলে সেটি একান্তই আপনাকে রিক্স নিয়ে করতে হবে। তবে আপনার সাপ্লায়ার যদি বিশ্বস্ত হয় এবং আপনি তার অফিস ওয়্যারহাউস অথবা শোরুমের লোকেশন জানেন তাহলে এক্ষেত্রেও টাকা হারানোর কোন সম্ভাবনা নেই।
01725254949
09678771880